শক্তিশালী ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

Slider খেলা


সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। যদিও আত্মঘাতী গোলে কপাল পুড়েছে ভারতের।

আজ শুক্রবার ভারতে বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৫ মিনিটেই স্বাগতিকরা দারুণ সুযোগ পেয়েছে। কিন্তু বক্সের ডানপ্রান্ত থেকে পূজা দাসের ক্রসে সুলতানা আক্তারের মাটি কামড়ানো শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

তারপর অল্পের জন্য রক্ষণের ভুলে স্বাগতিক দল গোল হজম করতে বসেছিল। ১৬ মিনিটে অধিনায়ক রুমা আক্তার বক্সের বাইরে থেকে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে শট নিয়েছিলেন ভারতীয় ফরোয়ার্ড পূজা। স্বাগতিকদের ভাগ্য ভালো, সেই শট লক্ষ্যে থাকেনি।

প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটে বাংলাদেশের দুবার সুযোগ নষ্ট হয়েছে। ৪০ মিনিটে বক্সের মুখ থেকে জয়নব বিবির শট ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক খুশি কুমারী।

খেলার ৫৪ মিনিটে আবারও সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। ৩৫ গজ দূর থেকে জয়নব বিবির বাতাসে বাড়ানো বল সাগরিকা ফাঁকায় পেয়েছিলেন। কিন্তু তার দুর্বল হেড হতাশ করে দলকে।

ম্যাচের ৬৮ মিনিটে পাল্টা আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ভারত কাঁপিয়েও দিয়েছিল। ফাঁকায় দাঁড়ানো ললিতা বয়পাই কর্নার থেকে পাওয়া বলে জোরালো শট নিলেও তা লক্ষ্যে থাকেনি।

তবে ৭৫ মিনিটে বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন বলতে হয়। নাদিয়া আক্তার জুথির ক্রস ক্লিয়ার করতে গিয়ে আখিলা রাজন হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ম্যাচ শেষে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় গোলাম রব্বানী ছোটনের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *