শেরপুরে ফ্লাইওভার নির্মাণ ও রাস্তা পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

ফুলজান বিবির বাংলা


গত ১৮ মার্চ শনিবার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ খোন্দকার মাহবুবুর রহমান (হারেজ) এর উদ্যোগে সর্বদলীয় ও শেরপুর ব্যবসায়িক সমিতির যৌথ সমন্বয়ে হাটিকুমরুল রংপুর মহাসড়কের শেরপুর পৌর শহর এলাকায় নির্মাণাধীন ফোরলেন মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের পরও ফ্লাইওভার নির্মাণ না করে রাস্তার নির্মাণ কাজ করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় । পূর্বের সিদ্ধান্ত মোতাবেক শেরপুর পৌর শহরের ধুনটমোড় থেকে মডেল মসজিদ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ এবং জনবহুল বাসট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সুব্যবস্থা গ্রহণের জন্য সভায় জোর দাবি জানানো হয়। অন্যথায় শেরপুরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে সাবেক প্রথম শেরপুর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ খোন্দকার মাহবুবর রহমান( হারেজ) পথ সভায় বক্তব্য দিয়ে হুশিয়ারি কন্ঠে উপরিউক্ত কথাগুলো বলেন ।

উল্লেখ্য ইতিপূর্বে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পৌর মেয়র, সাসেক,সওজ এর উর্ধতন কর্মকর্তা ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাথে এক মতবিনিময় সভায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয় এবং বাসস্ট্যান্ড এলাকায় ফোরলেন রাস্তা পারাপারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে শহরের প্রধান-প্রধান সড়কে মানব বন্ধনটি প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *