বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে

Slider সারাবিশ্ব


করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১৬ জনের মৃত্যু এবং ৬৫ হাজার ৯৮৬ জন আক্রান্ত হয়েছেন। আগের দিন (শনিবার) মৃত্যু হয়েছিল ৩৯৮ জনের এবং শনাক্ত ৭৬ হাজার ৮০১ জন।

রোববার (১২ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। মৃত্যুর শীর্ষে জাপান। দেশটিতে ১১৮ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ১৯৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ১১ হাজার ৬৭২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *