দূষণমুক্ত নদীর দাবীতে তুরাগ তীরে প্রতীকী অনশন পালন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

দূষণমুক্ত নদীর দাবীতে তুরাগ নদীর দুই তীরে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর কমিটি। আজ ১১ মার্চ শনিবার দুপুর ১২.৩০ টায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের নেতৃত্বে তুরাগ নদীর দক্ষিণ তীরে ও প্রতীকী অনশন কর্মসূচীর আহ্বায়ক কালিমুল্লা ইকবাল ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন এর নেতৃত্বে তুরাগ নদীর উত্তর তীরে এ কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিহির বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, ড. লুৎফর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম আলম, তাজুল ইসলাম, ড. আনোয়ার হোসেন, ডা. বোরহান অরণ্য, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কেএম নাজমুল হক, ড. শামীম আহমেদ দেওয়ান, ইব্রাহিম খলিল, আবুল খায়ের, শামীম মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিকে শরবত খাইয়ে অনশন ভাঙ্গান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টঙ্গী পৌর সাবেক কাউন্সিলর নজরুর ইসলাম, আওয়ামী লীগ নেতা আজহার ইসলাম বেপারি, ইঞ্জিনিয়ার সুজন, আইচি খেয়াঘাট মাঝি সমিতির সভাপতি ইজ্জত আলী মাঝি, ইউসুফ আলী।

নদীমাতৃক বাংলাদেশের নদীকে মাননীয় কোর্ট জীবন্ত সত্তা ঘোষণা করলেও তা এখন মৃতপ্রায়। কলকারখানার বর্জ্য নদীতে ফেলার কারণে নদীর অস্তিত্ব বিপন্ন। দেশকে বাঁচাতে হলে নদীকে সুরক্ষা দিতে হবে। বক্তারা অবিলম্বে নদীর দূষণ বন্ধের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *