প্রথম ওয়ানডেতে মাঠের ঘটনায় জরিমানা গুনছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এতে ভারত অধিনায়ক ধোনির জরিমানার অঙ্কটা বড়। গতকাল মিরপুর শেরে বাংলা মাঠে ভারত ইনিংসের ২৫ তম ওভারে ব্যাট করছিলেন মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশের অভিষিক্ত পেস তারকা মুস্তাফিজুর রহমানের এ ডেলিভারিতে সিঙ্গেল নিতে দৌড় লাগান ধোনি। বোলিং ফলো থ্রো‘তে ক্রিজে ব্যাটসম্যানের রানিং লাইনে চলে আসা মুস্তাফিজুরকে এ সময় সজোরে ধাক্কা লাগান এমএস ধোনি। এতে আঘাত নিয়ে তৎক্ষণাত মাঠ ছাড়েন ১৯ বছরের তরুণ ক্রিকেটার মুস্তাফিজ। উভয়ের শুনানি শেষে ধোনিকে বেশি দোষী সাব্যস্ত করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট । এতে ম্যাচ ফি‘র ৭৫ শতাংস জরিমানা করা হয় ধোনিকে। এ ঘটনায় মুস্তাফিজকে জরমিানা করা হয় ম্যাচ ফি’র ৫০ শতাংশ।