অবশেষে বেজমেন্টে মিললো নিখোঁজ স্বপনের অর্ধগলিত মরদেহ

Slider জাতীয়

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহটি ‘বাংলাদেশ স্যানিটারি’র নিখোঁজ ম্যানেজার মেহেদী হাসান স্বপনের বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

তিনি বলেন, মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই।

এ ছাড়া মেহেদীর বেয়াই আব্দুল সাত্তার বাবুলও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে তৃতীয় দিনের মতো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মূলত ভবনের বেজমেন্টে অবস্থিত ‘বাংলাদেশ স্যানিটারি’র নিখোঁজ ম্যানেজার মেহেদী হাসান স্বপনের সন্ধানেই তৃতীয় দিনে উদ্ধার অভিযান শুরু করা হয়।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *