ঢাকা: রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় সংসদ সদস্যের ছেলে বখতিয়ার আলম রনির পিস্তল থেকেই গুলি ছোড়া হয়েছিল বলে ব্যালাস্টিক পরীক্ষায় প্রমাণ মিলেছে।
এ ছাড়া তিনি নিজেই গুলি ছুড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্মকমিশনার মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন, গ্রেফতার রনির পিস্তলটির ব্যালাস্টিক পরীক্ষা সম্পন্ন করে ডিবির কাছে রিপোর্ট পাঠিয়েছে সিআইডি। রিপোর্টে প্রমাণ মিলেছে যে, বখতিয়ার আলম রনির লাইসেন্স করা পিস্তল থেকেই নিউ ইস্কাটনের ঘটনায় গুলি ছোড়া হয়েছিল।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন, তার লাইসেন্স করা পিস্তল থেকেই তিনি গুলি করেছেন।
এ রিপোর্টের পরিপ্রেক্ষিতে পিস্তলটির লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হবে বলেও জানান মনিরুল ইসলাম।
আগামী সপ্তাহে বখতিয়ার আলম রনির এক সপ্তাহের রিমান্ড আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের টয়েটো প্রাডো গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও আবদুল হাকিম আহত হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।