রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয় বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর অনেকেই হতাহত হয়েছেন। ভ্যান-রিকশা ও গাড়িতে করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।