পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারিদের ফের সংঘর্ষ

Slider জাতীয়


পঞ্চগড়ে পুলিশের সঙ্গে আহমদিয়া সম্প্রদায়ের জলসার বিরোধীতাকারীদের আবারও সংঘর্ষ হয়েছে।

পুলিশ জানায়, সালানা জলসা ঘিরে সংঘর্ষের পর স্বাভাবিক হয়ে এসেছিলো পরিস্থিতি। কিন্তু শনিবার রাতে গুজব ছড়িয়ে পড়লে শহরের সড়কে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারিরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়াল শেল ছোড়ে পুলিশ।

এদিকে গুজবে কান না দিতে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে জেলা প্রশাসন। শুক্রবারের সংঘর্ষের পর থেকে এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন আছে র‍্যাব ও বিজিবি।

এর আগে শুক্রবার (৩ মার্চ) কাদিয়ানি সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে মুসল্লি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ প্রায় ৫০ আহত হয়েছে। অপর দিকে এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের ইঞ্জিনিয়ার জাহিদ হাসান (২২) নামের আরেক যুবক মারা গেছেন। তিনি নাটোরের বনপাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার একই দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ দিয়ে বিক্ষোভ করেন মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *