বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী : মঈন খান

Slider রাজনীতি

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বুধবার জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

মঈন খান বলেন, একদিকে অর্থনীতির কষাঘাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল। অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।

তিনি বলেন, আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয়, পড়বে দরিদ্রদের ওপর। সরকার জোর গলায় বলেছে আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে। কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে তারা।

মঈন খান অভিযোগ করেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা।

সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধীতা বলে চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।

মঈন খান আরো বলেন, বিএনপি’র উদ্দেশ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *