হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি প্রকল্পের কার্যাদেশ পাওয়া এক ঠিকাদারকে ধরে নেয়ার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ধরে নেয়া ঠিকাদারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওই প্রকল্পের কার্যাদেশ বাতিল হওয়া এক ঠিকাদারের পক্ষে র্যাব তাকে ধরতে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভরগাঁও গ্রামে পেট্রোবাংলা দৈনিক ৫ হাজার ব্যারেল অকটেন শোধনাগার নির্মাণ প্রকল্পের কার্যক্রম হাতে নেয়। মূল প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে মাটি ভরাটের সাব লিজ নেন স্থানীয় ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা ৩০ লাখ টাকা জামানত দিয়ে কাজ শুরু করে। স্থানীয়রা সাড়ে ৪ টাকা বর্গফুট হিসাবে মাটি ভরাট কাজ শুরু করে। তাদের কাজের বিল বাবদ প্রায় ৩০ লাখ টাকা বকেয়া থাকা অবস্থায় সিলেটের আনাস কোম্পানী সেখানে মাটি ভরাটের কাজ নেয়। তারা সাড়ে ৬ টাকা বর্গফুট হিসেবে কাজ নেয়। স্থানীয়রা এতে বাধা দিলে একজন মন্ত্রীকে ম্যানেজ করে তারা কাজ শুরুর চেষ্টা করে। সম্প্রতি ওই মন্ত্রী আকস্মিকভাবে চলে আসেন প্রকল্প এলাকায়। প্রকল্প এলাকায় এসে তিনি স্থানীয়দেরকে কাজে বাধা না দিতে কঠোরভাবে নির্দেশ দেন। এতে স্থানীয় জনতা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৩রা জুন জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই। তিনি হবিগঞ্জের বিষয়ে মৌলভীবাজার জেলার মন্ত্রীর হস্তক্ষেপের প্রতিকার চান। জেলা আওয়ামী লীগ থেকে বিষয়টি কেন্দ্রে জানানোর সিদ্ধান্ত হয়। এদিকে বুধবার সকালে খবর আসে সিলেটের আনাস কোম্পানী ভরগাঁও এসে কাজ শুরু করতে পারে। এ খবর পেয়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রকল্প এলাকায় অবস্থান নেয়। পুলিশও ঘটনাস্থলে যায়। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর একটি দল প্রকল্প এলাকায় এলে এলাকাবাসীর সাথে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে গুলির ঘটনাও ঘটে। র্যাব ৭ রাউন্ড পিস্তলের গুলি ও ৫ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে। পরে র্যাব সদস্যরা ঠিকাদার শাহেদ চৌধুরীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এতে উত্তেজিত জনতা সকাল ১০টা থেকে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। বাহুবল থানার ওসি মোশারফ হোসেন জানান, পেট্রোবাংলার ওই প্রকল্পের মাটি ভরাটের কাজ নিয়ে এখানে বিরোধ চলে আসছে। ঠিকাদার শাহেদ চৌধুরীকে ধরে নিয়ে যাওয়ায় ভরগাঁও ও আশেপাশের তিন গ্রামের লোকজন সড়ক অবরোধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, র্যাব একজন চিহ্নিত চাঁদাবাজকে ধরার জন্য অভিযান চালিয়েছিল। এসময় চাঁদাবাজের সহযোগিরা র্যাবকে বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় র্যাব ওই চাঁদাবাজকে ধরে থানায় হস্তান্তর করেছে।