এবার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

Slider সারাবিশ্ব


তুরস্ক-জাপানের পর এবার আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ মঙ্গলবার ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি। এ নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে।

এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে। এর পর রোববার ওই ফায়জাবাদেই আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ফায়জাবাদের উত্তরপূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল ছিল। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮০ কিলোমিটার।

এর আগে বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে গতকাল সোমবার ফের ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২। তার আগে শনিবার দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। শনিবার স্থানীয় সময় দুপুরে দেশটির মধ্যাঞ্চলীয় আনাতোলিয়া প্রদেশের নিগদে শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে।

এ ছাড়া শনিবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭মিনিটে হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *