মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনজুর ইসলামের বিরুদ্ধে জুতা পায়ে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার মাদারীপুর সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মনজুর ইসলাম বলেন, ‘খুব ভিড় আর ধাক্কাধাক্কি থাকার কারণে জুতা খোলার সুযোগ পায়নি। আমি জুতা খুলতে গিয়েছিলাম। কিন্তু পেছনে আমাদের নেতাকর্মীর অনেক চাপ ছিল। তখন জুতা পায়ে দিয়েই শহীদ মিনারের বেদীতে উঠে গেছি।’
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির বলেন, ‘জুতা পায়ে শহীদদের শ্রদ্ধা জানানো ঠিক হয়নি। আমি এ ঘটনার নিন্দা জানাই।’
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক জানান, ‘এই বিষয়টি জানি না। প্রচণ্ড ভিড়ের কারণে এ ঘটনা ঘটতে পারে। আমি তার সঙ্গে (মনজুর ইসলাম) কথা বলে দেখবো। তিনি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত কাজটি করেছেন।’
এর আগে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।