বগুড়ায় শ্রেষ্ঠ নারী এএসআই সম্মাননা পেলেন ধুনট থানার কুলছুমা খাতুন

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বগুড়া জেলার শ্রেষ্ট নারী (এএসআই) নির্বাচিত হয়েছেন ধুনট থানার মোছাঃ কুলছুমা খাতুন। রোববার, ১২ ই ফেব্রুয়ারি, বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি তাকে উল্লখিত কাজের সম্মননা ক্রেস্ট প্রদাণ করেন। নারী এএসআই মোছাঃ কুলছুমা খাতুন ধুনট থানায় দায়িত্ব পালন কালেও শ্রেষ্ঠিত্ব অর্জন করেন।

নারী এএসআই মোছাঃ কুলছুমা খাতুন বলেন, সরকারি কাজে কোন অবহেলা বা গাফলতি করার মনমানিসকা নিয়ে কাজ করিনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা মতে জনগনের সাথে বন্ধু সুলভ আচরণে বিভিন্ন গুরুত্বপুর্ন মামলার রহস্য উদঘাটনসহ শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস দিয়ে আসিতেছি। তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষ বিশেষ করে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম প্রতি কৃতিজ্ঞতা জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *