রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে বাধ্য করেছিল বিএনপি: ওবায়দুল কাদের

Slider রাজনীতি


নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরীকে (এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী) পালিয়ে যেতে বিএনপি বাধ্য করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কৃষিবিদ দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বি চৌধুরী এখনো বেঁচে আছেন, নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরীকে বিএনপি বাধ্য করেছিল রেললাইন ধরে পালিয়ে যেতে। বি চৌধুরীর মতো রাষ্ট্রপতি সহ্য হয়নি। তারা চেয়েছিল ইয়াজউদ্দিনের মতো ইয়েস উদ্দিনকে।’

যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যার গোটা জীবনটাই বর্ণাঢ্য, আমরা এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, টেরিরিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো অপশক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি।’

শান্তি সমাবেশের নামে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই শহরে আপনারা বাস করেন, বলেন আমরা কোথায় বাধা দিয়েছি? তারা সভা, সমাবেশ পদযাত্রা করছে, কোথাও কি বাধা দেওয়া হয়েছে? বিএনপিই আমাদের শান্তি সমাবেশে হামলা চালিয়েছিল। বিএনপি ২০১৩-১৪ সালে সন্ত্রাস করে প্রমাণ করেছে তারাই নব্য রাজাকার। আপনারা আমাদেরকে মিটিং করতে দেননি। আমাদের অনেক নেতাকর্মীকে রাজপথে পিটিয়ে আহত করেছেন।’

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *