আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরউল্লাহ চৌধুরীকে সাজা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। গণমাধ্যমে পাঠানো দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদারদের আক্রমণের মুখে সবাই যখন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছিল তখন ডা. জাফরউল্লাহ চৌধুরী বিদেশে নিরাপদ জীবন ছেড়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সামরিক আদালতের নির্দেশে ১৯৯১ সালে আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হয়ে বলেছিলেন, কাদের সিদ্দিকীকে কারান্তরীণ রাখার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা তথা স্বাধীন বাংলাদেশকে কারারুদ্ধ রাখা। একইভাবে আমি করি, ডা. জাফরউল্লাহর মতো ত্যাগী, প্রতিবাদী ও সর্বাঙ্গীণ মুক্তিযোদ্ধাকে শাস্তি প্রদান দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশকেই শাস্তি দেয়ার শামিল। তাই সমগ্র জাতির সঙ্গে আমরা অত্যন্ত মর্মাহত। ডা. জাফরউল্লাহকে ধন্যবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ভোটাধিকার ও কথা বলার স্বাধীনতা অর্জনের জন্য। অস্থির ও অনিরাপদ পরিবেশে বেশির ভাগ মানুষ যখন নতজানু তখন এমন শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ ও আপিলের ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন। সেজন্যে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে স্যালুট জানাই।