বিএনপিকে বাঁচতে হলে জামায়াত-নির্ভরতা ছাড়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। একইসঙ্গে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গ্রামে গ্রামে যাওয়ার পারমর্শ দিয়েছেন তিনি। আজ সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বেলকুনি হলে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম মুকুল রচিত ‘আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্দেশে দলটির এই প্রতিষ্ঠাতা মহাসচিব বলেন, বিএনপির ২টি রাজনীতিক আমল অতিবাহিত হয়েছে। একটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আরেকটি বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার। বিএনপি এখন তৃতীয় স্টেজের রাজনীতি করছে। তাদের রাজনীতি এখন সম্পূর্ণ জামায়াত-নির্ভর। তাদের বাঁচতে হলে জামায়াত নির্ভরতা ছেড়ে আবারও জিয়ার আদর্শে ফিরে আসতে হবে। তাদেরকে গ্রামে গ্রামে যেতে হবে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চমৎকার সেলসম্যান আখ্যায়িত করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, মোদির কথা, বক্তব্য ও উপস্থাপনা খুবই সুন্দর। আমরা তার বক্তব্য ও উপস্থাপনায় খুব মুগ্ধ। তিনি খুবই চমৎকার সেলসম্যান। বি চৌধুরী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ২২টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ছিটমহল চুক্তিতে তিনি ৪৮ হাজার লোকের সমস্যা সমাধান করেছেন। কিন্তু তিস্তা পাড়ের ২ কোটি মানুষের সমস্যা সমাধানের কি হবে। এ বিষয়টি এখনও অনিশ্চিত। আর যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো আমরা জিতেছি না হেরেছি তা বুঝা যাবে এক বছর পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ইনাম আহম্মেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল্লাাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।