দেশের ২৭ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম হয়েছে কুমিল্লার রেদওয়ান হোসেন। নূরানী তালিমুল কোরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম হয় সে।
রেদওয়ান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতোলা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।
জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির এই ছাত্রকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ সোমবার প্রতিষ্ঠানের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়, নূরানী তালিমুল কোরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় মাদ্রাসা থেকে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দেশের ২৭ হাজার শিক্ষার্থীর মধ্যে রেদওয়ান হোসেন ৬০০ নম্বরের মধ্যে ৫৯৮ পেয়ে প্রথম হয়। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সফল হওয়ায় ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ডের সদস্য ও কুমিল্লা জেলার অর্থ সম্পাদক মাওলানা মো. নূরুল ইসলাম ফয়েজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামেয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ইদ্রিস, হাফেজ জাহাঙ্গীর আলম, নূরনী বিভাগের প্রধান মাওলানা ফখরুল, মাসটার শহীদ উদ্দিন প্রমুখ।