আগামীকাল মঙ্গলবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। ওই দিন ঢাকা মহানগরীসহ সারা দেশে একযোগে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে।
কার্ডধারী ভোক্তারা নির্ধারিত ডিলারদের কাছ থেকে টিসিবির পণ্য সাশ্রয়ী দামে কিনতে পারবেন। একজন ক্রেতা ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে এক কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।