ঢাকা: বাজেটে মোবাইল ফোনের প্রদত্ত সেবার উপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবের পর তা বাস্তবায়ন শুরু হয়েছে।
গ্রাহক পর্যায়ে এসএমএসে এ সংক্রান্ত তথ্য জানিয়ে বাড়তি খরচ কাটার বিষয়টি জানানো হচ্ছে।
বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইল সিমকার্ড বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার উপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন।
শনিবার (০৬ জুন) এয়ারটেলের গ্রাহক পর্যায়ে এসএমএস দিয়ে বলা হয়, ‘মোবাইল ফোন ব্যবহারে ৫ শতাংশ সম্পূরক শুল্ক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে কার্যকর করা হয়েছে, যা আপনার সকল মোবাইল অপারেটরের রেটে প্রযোজ্য হবে। দেশের সেরা রেট পেতে এয়ারটেলের সঙ্গে থাকুন।’
একই দিনে গ্রামীণফোনের গ্রাহকের কাছে এ সংক্রান্ত এসএমএস দিয়ে বলা হয়েছে, ‘মোবাইল ফোন ব্যবহারে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যা আপনার সকল ধরনের সিম ব্যবহারের উপর প্রযোজ্য হবে।’
গ্রামীণফোনের একজন গ্রাহক জানান, আগে ২০০ মিনিটের প্যাকেজ কিনতে ৮০ টাকা ৫০ পয়সা লাগলেও শনিবার সেই প্যাকেজ কিনতে খরচ পড়েছে ৮৪ টাকা ৭২ পয়সা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, অর্থবিলে সংযুক্ত করায় আইন হিসেবে গণ্য হয়েছে। অর্থ বিলের নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলো তা মেনে চলে।
সিম বা রিম কার্ডে প্রদত্ত সেবায় শুল্ক আরোপ করা হলেও বাজেটে সিমকার্ড ইস্যু ও প্রতিস্থাপিত সিমকার্ডের ক্ষেত্রে শুল্ককর কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
সিমকার্ড ইস্যু এবং প্রতিস্থাপিত সিমকার্ড উভয় ক্ষেত্রে ১০০ টাকা শুল্ককর ধার্য করার প্রস্তাব করা হয়।
বর্তমানে মোবাইল অপারেটরদের সিমকার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা এবং প্রতিস্থাপিত সিমকার্ডের ক্ষেত্রে ১০০টাকা কর ধার্য আছে।