বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ফিরেছেন মেসির দল। মঙ্গলবার সকালে নিজ দেশে পৌঁছায় আর্জেন্টিনা। এরইমধ্যে বুয়েন্স আয়ার্স বিমানবন্দর এবং এর আশেপাশে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। চলছে উল্লাস-উৎসব। মেসি-মার্টিনেজদের রাজসিক সংবর্ধনা দিতে তৈরি ফার্নান্দেজ প্রশাসন, দেওয়া হয়েছে সাধারণ ছুটি।
আর্জেন্টিনার জয়ে অনেকেই স্মরণ করছেন প্রয়াত আরেক কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকেও। যার হাত ধরেই ১৯৮৬ সালে বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়েছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে অধরা বিশ্বকাপ ট্রফি উঠেছে লিওনেল মেসির হাতে। সেই উদযাপনে মুখরিত ছিল লুসাইল শহর। সেই উদযাপন শেষে কাতার থেকে ইতালির রোম হয়ে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পৌঁছায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
রোমে অবস্থানকালে বিমানে বসে বিশ্বকাপ ট্রফি হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিও পোস্ট করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ৩৬ বছর পর সোনালি ট্রফি পাওয়ার আনন্দ বইছে পুরো আর্জেন্টিনা জুড়ে। সেই সাথে বিশ্বকাপ জয়ের বিশাল আয়োজনও অপেক্ষা করছে আলবিসেলেস্তাদের