কালিয়াকৈরে রিসোর্টে যুবকের মৃত্যু আটক ১৭

Slider ফুলজান বিবির বাংলা

58707_hc
 

 

 

গাজীপুর: জেলার কালিয়াকৈরে রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্টের সুইমিং পুলে গোসল করতে গিয়ে সাবানুল আলম ওরফে শান্ত (২৭ ) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর এক যুবক। নিহত শান্ত প্রথম আলো পত্রিকার আইটি বিভাগে কর্মরত ছিলেন।

শুক্রবার ভোররাতে ওই ঘটনা ঘটে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার(ডিবি ) ইনস্পেক্টর আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককুতদের মধ্যে ওই
রিসোর্টের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ শুভ, সাইফুল ইসলাম,  তৌহিদ হোসেন, রেষ্টুরেন্ট ম্যানেজার শেরতাজ খান, শেফ আলকাস হোসেন, ফারুক আহমেদ এবং ৭জন
যুবতী  রয়েছেন।

রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্টে কর্মরত লোকমান হোসেন নামে এক নিরাপত্তাকর্মী জানায়, বৃহসপতিবার  রাতে প্রথম আলো আইটি সেকশনের ১০-১২ জনের একটি দল এবং
একটি পোষাক কারখানার কর্তৃপক্ষ রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট ভাড়া নেয়। রাত সাড়ে ৯টার দিকে গোসল করতে কয়েকজন সুইমিং পুলের পানিতে নামে। এক পর্যায়ে
শান্ত ও আরেফিন নামে দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তাদের দুই জনকে সুইমিং পুল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। লোকমান
হোসেন আরো জানায়, উদ্ধারকৃতদের মধ্যে শান্তর নাকমুখ দিয়ে রক্ত বের হতে দেখেছেন তিনি।

তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার উভয়কে সাভার এনাম ক্লিনিকে রেফার্ড করে। দুুপুরে শান্তকে ডাক্তার মৃত ঘোষনা করে। আহত আরেফিন সাভার এনাম ক্লিনিকে ভর্তি আছেন। তবে নিহতের লাশ ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

কালিয়াকৈর থানার ইনস্পেকটর (তদন্ত) রফিকুল ইসলাম হাতহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা হয়নি। ডিবি পুলিশকে
বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *