আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দেওয়া রুল আগামী ৩১ জানুয়ারির মধ্যে হাই কোর্টে নিষ্পত্তি করতে হবে; ওই সময় পর্যন্ত স্থগিত থাকবে টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচনের সব কার্যক্রম।
এ বিষয়ে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য নির্বাচন কমিশনের করা আবেদনের নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না’- তা জানতে চেয়ে গত ২১ অক্টোবর রুল দিয়েছিল হাইকোর্ট।
সেই রুলের নিষ্পত্তির জন্যই আপিল বিভাগ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় ঠিক করে দিয়েছে বলে কাদের সিদ্দিকীর আইনজীবী এ জে মোহাম্মদ আলী জানান।