নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা বিভাগীয় এই গণসমাবেশ থেকে ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দাবিগুলো তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমবেশের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন।
ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার, খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ১০ দফা ঘোষণা দিয়েছে বিএনপি।
ঢাকার গোলাপবাগ মাঠে দলটির বিভাগীয় সমাবেশে এই ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে নয়টি বিভাগীয় শহরে সমাবেশের সময় জানানো হয়েছিল, ঢাকার এই সমাবেশ থেকেই তাদের আন্দোলনের পরবর্তী কর্মপন্থা ঘোষণা করা হবে।
তারা বলেছিলেন,এই সমাবেশে দফার ‘চার্টার্ড অব ডিমান্ড’ ঘোষণা করা হবে, যার লক্ষ্য হবে ‘সরকারের পতন ঘটানো’।
এই সমাবেশের মাধ্যমে বিএনপি গত আড়াইমাস ধরে দেশ জুড়ে যে সমাবেশ কর্মসূচী পালন করে আসছিল, তা শেষ হলো।