রাজশাহীতেও খালেদা-তারেকের জন্য চেয়ার ফাঁকা

Slider রাজশাহী


রাজশাহীর গণসমাবেশ মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি ফাঁকা চেয়ার রাখা হয়েছে। মঞ্চের মাঝখানে দুটি চেয়ারের ওপর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে। এর আগে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর গণসমাবেশেও এমনটা করা হয়েছিল।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমের গণসমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মওলানা আনসার আলী। সমাবেশ উপলক্ষে আজ সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের মাঠে উপস্থিত হচ্ছেন।

এর আগে সকাল ৬টার দিকে সমাবেশস্থল নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মোহম্মদ মোহসিন স্কুলের মাঠের (মাদ্রাসা মাঠ) গেট খুলে দেওয়া হলে ঢুকতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

বিএনপির নেতারা বলেছেন, সমাবেশের আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান করছেন। সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *