২০২৩ সালে ভারতের অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আরও দুটি সিরিজ রয়েছে। তবে গত ২৫ নভেম্বর আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার পরাজয়ের পর বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশসহ সুপার লিগের শীর্ষ আট দল দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। যেখানে ছয় সিরিজে মোট ১৮ ম্যাচে মাঠে নেমে ১২ ম্যাচে জয় পায় তামিম ইকবালের দল। যার কারণে মোট ১২০ পয়েন্ট অর্জন করেছে টাইগাররা।
এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে। ফলে আগামী বছর মার্চ মাসে বাংলাদেশ দলের ইংল্যান্ড ও মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজ রয়েছে তার ফলাফলে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলায় কোনো প্রভাব পড়বে না। সম্পাদনা: এল আর বাদল