গাজীপুর: কালিগঞ্জে শীতলক্ষা নদীতে নৌকার মাঝিদের সঙ্গে বখাটেরা মিলে এক তরুনীকে গণধর্ষন করেছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযুক্ত দুই জনকে
গ্রেফাতার করে গাজীপুর আদালতে পাঠালে আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
শুক্রবার(২৯ মে) সন্ধ্রায় গাজীপুরের স্পোশাল আদালতের বিচারক ফারজানা খানম ওই রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফাতার দুই আসামী হলেন কালিগঞ্জ থানার মুক্তারপুর গ্রামের মোঃ ফারুক(২২) ও শরীফ মিয়া(২৫)।
শুত্রবার(২৯ মে) দুপুরে গাজীপুর আদালতে আসামীদের পাঠানো হয়। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টায় নরসিংদীর পলাশ এলাকার প্রাণ আরএফএল কোম্পানির এক নারী কর্মী (১৮) কাজ শেষে বাড়ী গাজীপুর জেলার
কালীগঞ্জের নারগানায় ফেরার জন্য সহকর্মীদের সঙ্গে কোম্পানির একটি নৌকায় ওঠেন। নৌকাটি শীতলক্ষ্যা নদীর নারগানা ঘাটে ভিড়লে সব শ্রমিক নেমে যাওয়ার
পর নৌকার মাঝি স্থানীয় মোক্তারপুর গ্রামের আল আমিন (২৫) ও ফাহিম মিয়া(২২) ওই তরুণীর মুখে গামছা বেঁধে নির্জন স্থানে নিয়ে মধ্যরাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। পরে কোম্পানির অপর নৌকার দুই মাঝি একই গ্রামের ফারুক ও শরীফকে ডেকে এনে ওই নারী শ্রমিককে তাদের হাতে তুলে দিয়ে চলে যায়। পরে ফারুক ও শরীফ রাত ভর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।
এলাবাসী পুলিশকে খবর দিলে ভিটিমকে উদ্ধার কালিগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। অতঃপর ভিকটিমের জবানবন্ধি মূলে বৃহস্পতিবার রাতে অভিযানচালিয়ে
ধর্ষণের অভিযোগে ফারুক ও শরীফকে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আসামীদের রিমান্ডে আনা হয়েছে। তাদের জিঞ্জাসাবাদ চলছে।