বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আসছেন।
তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রীর বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআই্ আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
বাংলাদেশে প্রথম সফরে আগামী ৬ জুন আসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। পিটিআইকে দেয়া পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের এক মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মমতাও সফরসঙ্গী হচ্ছেন মোদীর।
চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সব প্রস্তুতি থাকার পরও তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই, যা এখনও হয়নি।
তবে স্থল সীমান্ত চুক্তি কার্যকরের সব বাধা কাটিয়ে ওঠার পর নরেন্দ্র মোদীর এই সফর হচ্ছে। বিজেপি সরকারের এই উদ্যোগে অবশ্য সমর্থন ছিল দলটির কড়া সমালোচক মমতার।
– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/26176#sthash.aRvVWaEC.dpuf