শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য সন্দেহে আটক সে দেশের নাগরিক খালেদ মেহমুদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগের ওসি আমির হোসেন জানান ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর গোয়েন্দা পুলিশ গত রোববার রাতে অভিযান চালায়। অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার ইউনিলায়েন্স টেক্সটাইল কারখানা থেকে তাকে আটক করা হয়। ২০১৪ সালে তিনি নিজের পরিচয় গোপন করে এ দেশে অনুপ্রবেশ করেন। পরে তিনি ওই কারখানায় চাকুরি নেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এ দেশেই অবস্থান করছিলেন। খালেদ মেহমুদের ভিসার মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের ৬ তারিখ। তিনি এক সময় পাকিস্তানের বিমান বাহিনীতে চাকুরী করতেন। সে তার পরিচায় গোপন করে ওই কারখানায় গত বছরের ১৯শে নভেম্বর থেকে ইলেট্রিক ইঞ্জিনিয়ার হিসাবে চাকুরি করে আসছিলেন। পুলিশের ভাষ্য, তাদের কাছে গোয়েন্দা তথ্য অনুযায়ী খালেদ মেহমুদ গার্মেন্টস সেক্টরে অস্থীতিশীল করে তোলার চেষ্টা করে আসছে। এছাড়া স্বর্ণ চোরাচালির সঙ্গে ও তার সম্পৃক্ততা রয়েছে।