দিনাজপুরে ঘূর্ণিঝড়ে নিহত ৫

Slider ফুলজান বিবির বাংলা

62746_hum

 

Decrease font Enlarge font
পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরে ঘূর্ণিঝড়ে অন্তঃসত্ত্বা নারী ও নানা-নাতিসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টা ও ১১টায় দুই দফা ঝড়ে দেয়াল ধ্বসে ও গাছচাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন-ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের অন্তঃসত্ত্বা স্ত্রী মিতু রায় (২২), নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতী সাব্বির (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়ার আলেয়া বেগম। এছাড়া  চিরিরবন্দরের সুকদেবপুর গ্রামে এক নারী নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে বলা হলেও প্রশাসন চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিকে, ঝড়ে শত শত ঘরবাড়ি ভেঙে গেছে। উপড়ে গেছে হাজার হাজার গাছ। লিচু ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদুত্যিক খুঁটি ভেঙে দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মহাসড়কের ওপর গাছ ভেঙে পড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সৃষ্টি হয়েছে  যানজট।

দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিষয়টি  নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *