ভারত-পাকিস্তান ম্যাচ যদিও সব আলো কেড়ে নিয়েছে, তবে আজ রোববার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। বেলেরিভে ওভালে সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। আজ সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
উভয় দলকেই গ্রুপ পর্ব পাড়ি দিয়ে সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করতে হয়েছে। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে। শ্রীলঙ্কা হারে নামিবিয়ার কাছে, আয়ারল্যান্ডের হার জিম্বাবুয়ের সাথে। তবে পরের দুই ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নেয় তারা।
এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে দুই দল। তবে নিজেদের মাঝে কখনো টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। উভয় দেখাই হয়েছে বিশ্বকাপে। ২০০৯ ও ২০২১ বিশ্বকাপে। দুই দেখাতেই জয়ী দলের নাম ছিল শ্রীলঙ্কা।