জীবন নৌকার গন্তব্য অজানা
কোথায় থামবে কেউ জানে না
থামবে যখন চালাতে পারবে না
বললেও আর চলবে না
খরস্রোতা নদী বা সাগর কখনো উত্তাল
এতেই থমকে যায় যাত্রী সকল
হেলে দোলে চলে নৌকা
এই বুঝি আসল মরণ বৈকা
জীবন নৌকার পালে লাগে হাওয়া
আশা জাগে যাত্রীর বেঁচে থাকার পাওয়া
আশা দুরুাশার দোলাচলে কেটে যায় বেলা
হঠাৎ ভেঙ্গে যায় সাধের স্বপ্নমেলা
জীবন তরীর স্বল্প ওই সময়ে
কত অনুভূতি আসা যাওয়া করে
সবই মাটি হয়ে যাবে যখন
ঘটে যাবে জীবন নৌকার মরণ