রাতুল মন্ডল
স্টাফ করেসপন্ডেন্ট
শ্রীপুর অফিস: শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে মায়ের কাছে ফুটবল চেয়ে না পাওয়ায় স্থানীয় স্কুল মাষ্টার নুরুজ্জামান এর পুত্র বিজয় (১৩) আত্মহত্যার করেছে। সে স্থানীয় যোগীরসিট উচ্চবিদ্যলয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,১৮মে ২০১৫ ইং সোমবার বেলা ১১টার সময় বিজয় তার মার কাছে খেলার জন্য ফুটবল চায় কিন্তু তাদের নিজ বাড়ীতে মিলাদ মাহ্ফিলের আয়োজন থাকার কারনে বিজয়ের মা বল খেলতে নিষেধ করেন, এর কিছুক্ষন পরে বিজয় গামছা নিয়ে বের হয়ে যায়।
তার কিছুক্ষন পর বিজয়ের বাবা মো: নুরুজ্জামান মাষ্টার বিজয়কে না দেখতে পেয়ে বিজয়ের খুজ করেন খোজা খুজির কিছুক্ষন পরে দেখেন তার শোভার নিজ ঘরের আড়ালের সাথে বিজয় গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেম মিয়া জানান, এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়ায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।