গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালকের মৃত্যু

Slider গ্রাম বাংলা ঢাকা

Gazipur__sm_459990118
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ (৩৫) নামে এক ট্রাক চালক মারা গেছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে রতন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দিবাগত সাড়ে রাত ৩টার দিকে টঙ্গীর এরশাদ নগরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে ট্রাক চালক বুলবুল আহমেদ মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ট্রাকে সিমেন্ট বোঝাই করে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৩টার দিকে ট্রাকটি টঙ্গীর এরশাদনগর এলাকায় ওভারব্রিজের কাছে পৌঁছালে তিনি ট্রাক থেকে নেমে পান কিনতে মহাসড়কের পাশের দোকানে যান। ফেরার পথে ৩-৪জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বুলবুল তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রতন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

বুলবুল আহমেদ বগুড়ার আমজানি গ্রামের বাদশা মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *