মোহাম্মদপুর প্রিপারেটরির উপাধ্যাক্ষসহ সব পুরুষ কর্মীকে অব্যাহতি

Slider শিক্ষা

75532_r-13

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে আজ স্কুলের সামনে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় বিদ্যালয়ের বালিকা শাখার ইংরেজি বিভাগের সহকারী প্রধান শিক্ষিকা জিন্নাতুননেছার পদত্যাগ দাবি করে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা। এমন পরিস্থিতিতে দুপুরে স্কুলের উপাধ্যক্ষসহ সব পুরুষ কর্মীকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেয়া হয় ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ম তামিম অভিযুক্ত উপাধ্যক্ষসহ পুরুষ কর্মীদের অব্যাহতি দেয়ার ঘোষণা দেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর আগে উত্তেজিত অভিভাবকরা বিদ্যালয়ের জানালায় ভাঙচুর করেন। গত ৫ই মে বিদ্যালয়ের প্রথম শ্রেণির একজন ছাত্রীকে পাশের একটি নবনির্মিত ভবনের রুমে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শারীরিক লাঞ্ছনার চেষ্টা করা হয়। এমন অভিযোগ করে গত ৯ই মে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ করেন ওই ছাত্রীর মা। ওই অভিযোগকে আমলে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কতৃপক্ষ। আজ শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার শেষ তারিখ ছিলো। কিন্তু আজও তা জমা দেয়া হয়নি। সম্প্রতি পঞ্চম ও চতুর্থ শ্রেণির আরও দুই ছাত্রী একই রকম ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনা জানাজানি হওয়ার পর এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ক্লাশে যাওয়া বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে অভিভাবকরা নিজ উদ্যোগে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *