ডলার কারসাজি: আরও ছয় ব্যাংকের এমডিকে শোকজ

Slider অর্থ ও বাণিজ্য


ডলার নিয়ে কারসাজি করে অতিরিক্ত মুনাফার প্রমাণ মেলায় আরও ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো- বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক বা এনসিসি, ব্যাংক এশিয়া, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বা ইউসিবি, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ও বিদেশি এইচএসবিসি ব্যাংক।

বুধবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর এমডিদের এ চিঠি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও বলেন, প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন করা হবে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংকগুলোকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিকে ডলারে অস্বাভাবিক মুনাফার তালিকায় আরও অনেক ব্যাংক আছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *