ব্লগার অনন্ত হত্যায় রবার্ট গিবসনের শোক

Slider জাতীয়

Robat0G_777822075
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন
ঢাকা: সিলেটে অনন্ত বিজয় দাশ (৩০) নামের এক মুক্তমনা ব্লগারকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। গিবসন মঙ্গলবার(১২ মে’২০১৫) দুপুরে এক টুইট বার্তায় এ শোক প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন।

একইদিন সকালে সিলেটের সুবিদবাজার এলাকায় অনন্তকে হত্যার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য মতে, অনন্ত বিজয় দাশ সকাল ৯টার দিকে সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় তার বাসা থেকে বেরিয়ে রিকশায় করে শহরের দিকে আসার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যাংকার অনন্ত বিজয় ছিলেন সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক। মুক্তমনায় লেখার পাশাপাশি বিভিন্ন ব্লগে সাম্প্রদায়িকতাবিরোধী ও যুক্তিনির্ভর লেখালেখি করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *