বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। নতুন রাষ্ট্রদূতের নাম হচ্ছে মানসুর চাভুশি।
নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তিনি তেহরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে বার্তা সংস্থা ইরনা
জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিজের কর্মসূচি তুলে ধরেন নয়া রাষ্ট্রদূত। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাকে নানা দিকনির্দেশনা দেন। ইরানের বর্তমান সরকার যে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদারকে গুরুত্ব দিচ্ছে তা স্মরণ করিয়ে দেন আব্দুল্লাহিয়ান।
বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূত মানসুর চাভুশি এর আগে উত্তর কোরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তান, জার্মানি ও ইতালিতে ইরানি দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
মানসুর চাভুশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ গণমাধ্যম বিষয়ক দপ্তরের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।#