উত্তরায় বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

Slider জাতীয়


রাজধানীর তুরাগ কামারপাড়া ভাঙারি কারখানায় বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় মিজানুর রহমান (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হলো।

রোববার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় বাকি ৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় এ বিস্ফোরণ ঘটে। শনিবার দিনগত রাতেই মারা যায় দগ্ধ আলম, গাজী মাজহারুল ইসলাম ও নুর হোসেন।

দগ্ধ বাকি ৪ জন হলেনঃ রিকশাচালক শাহীন (২৫), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫) ও আলআমিন (৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *