বটবটির তদ্বিরে প্রধানমন্ত্রীর এডি!

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

1395832_450066155103200_2058442424_n
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহাসড়কে অবৈধভাবে চলাচলকালে আটক একটি বটবটি দুই দিন ধরে ছাড়িয়ে নিতে ফোন আসছে। তদ্বিরকারক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক(এডি) পরিচয় দেয়ায় সন্দেহ হলে তাকে খঁজছে পুলিশ।

গাজীপুর জেলা পুলিশের ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার(এএসপি) সাখাওয়াত হোসেন  ওই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সরকারী নির্দেশনার আলোকে মহাসড়ক থেকে অবৈধ ভাবে চলাচলকারী সকল বটবটি, নসিমন করিমন উচ্ছেদের কাজ চলছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বেশ কিছু অবৈধ যানবাহন আটক করা হয়। আটককৃত যানবাহনের মধ্যে একটি বটবটি ছাড়িয়ে নিতে জনৈক ব্যাক্তি মোবাইলে ফোন করেন(০১৯১৬৪৩৯৭৪৬)।  দুই দিন যাবৎ একই নাম্বার থেকে ফোন আসছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজস্ব বিভাগের সহকারী পরিচালক(এডি) মোঃ হানিফ পরিচয়দানকারী ওই ব্যাক্তি গাজীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক সাখাওয়াত হোসেন ও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে(এডিশনাল এসপি) ফোন করেন। কিন্তু তদ্বির কারকের পরিচয় সম্পর্কে সন্দেহ হওয়ায় পুলিশ ওই মোবাইল নাম্বারটি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাকে আটকের চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *