সিইসিসহ তিনজনের বিরুদ্ধে আইনি নোটিশ জোনায়েদ সাকির

Slider রাজনীতি


ঢাকা: জনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ‘গণসংহতি আন্দোলন’র আবেদন খারিজ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ তিন জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন দলটির সমন্বয়ক জোনায়েদ সাকি। তাঁর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়–য়া এ নোটিশ পাঠান।

সিইসি ছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। গণসংগতি আন্দোলনের নিবন্ধনের আবেদন খারিজাদেশ কেন অবৈধ হবে না তা নোটিশে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সংশ্লিষ্টরা এর জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে, আবেদনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের দুটি প্রবিধান অপরিষ্কার থাকায় সে বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য চলতি বছরের ৮ই এপ্রিল ইসি থেকে নির্দেশ দেয়া হয় দলটিকে। পরবর্তীতে প্রবিধানের বিষয়টি ঠিক করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ২২শে এপ্রিল ইসিতে দাখিল করে দলটি। গত ১৯শে জুন আইন অনুসারে আবেদন সঠিক হয়নি উল্লেখ করে তা খারিজ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *