নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির বৃহস্পতিবারের সংলাপের তালিকায় দেখা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণফোরাম, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সংলাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে সিপিবি।
নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ গত ১৭ জুলাই শুরু হয়েছে; যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবারের পর সংলাপ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। সেদিন জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সময় নির্ধারিত রয়েছে।