টিকিট না পাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখেন। এ ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাথায় পাথরের আঘাতে আহত হয়েছেন বেসরকারি একটি টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট জাবীদ অপু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (২৭ জুলাই) বিকেলে টিকিট না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পদ্মা এক্সপ্রেস ট্রেনের রেললাইন আটকে বিক্ষোভ শুরু করে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরাপার্সন জাবীদ আপু।
বিক্ষোভ চলাকালীন ভর্তিচ্ছুরা একটি পাথর ছুড়ে মারে। এ সময় পাথরটি এসে লাগে অপুর মাথায়। এতে মাথা ফেটে রক্তাক্ত হন তিনি।
পরে অনন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে জাবীদ অপু নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহীতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠন।