ঢাবি ‘চ’ ইউনিটের ফলাফল প্রকাশ; উত্তীর্ণ ২৪১ জন

Slider শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এবছর চ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে পাস করেছেন ২৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে, গত ১৭ জুন চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬ হাজার ১৫৬ জন ভর্তিচ্ছু অংশ নেয়। পরে সেখান থেকে উত্তীর্ণ ১৫০২ জনকে নিয়ে ২ জুলাই অঙ্কন অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *