দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি

Slider সারাবিশ্ব


ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (১৬ জুলায়) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন- ফরিদপুরের তৃষা আক্তার ও রতন চন্দ্র দাস এবং কুষ্টিয়ার আলমগীর হোসেন।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলোভনে তিন বছর আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাই হয় ভারতীয় একটি মানবাধিকার সংস্থায়। পরে বাংলাদেশ সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।

তিনি আরও জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে তাদের সেই সহায়তা দেওয়া হবে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *