তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার শরীফুল ইসলামের বদলে একাদশে এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। উইন্ডিজ দলেও একটি বদল হয়েছে। কাইল মেয়ার্সে পরিবর্তে কেসি কার্টি এসেছেন।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুডাকেশ মতি, আলজারি জোসেফ, আকিল হোসেন।