গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদল। তাদের হামলায় গুরুতর আহত হয়েছে ছেলে।
শুক্রবার ভোররাতে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের আতলড়া গ্রামের মৃত আমির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। হতাহতরা আমির উদ্দিনের স্ত্রী ও সন্তান।
ঘটনাস্থলে উপস্থিত প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ আকন্দ জানান, ভোররাতে ওই বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতেরা বাড়িতে প্রবেশ করে গৃহকর্ত্রী হাসুনি বেগম (৫০), মেয়ে আরিফা খাতুন (২৩) ও ছেলে শাহজাহানকে (২০) কুপিয়ে মারাত্মকভাবে জখম করে চলে যায়।
তাদের মধ্যে আরিফা খাতুন হাসপাতালে নেয়ার পথেই মারা যান। ঢাকায় নেয়ার পথে টঙ্গীতে মারা যান হাসুনি বেগম। ছেলে শাহজাহানকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানান চেয়ারম্যান সাঈদ আকন্দ।
নিহত আরিফা খাতুন শ্রীপুর উপজেলার ধলাদিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
আরিফার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসুনি বেগমের লাশ গাজীপুর হাসপাতাল মর্গে আনা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, তিনজন গুরুতর জখম হয়েছেন। এক জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।
আরেকজনের মৃত্যুর সংবাদ এখনো নিশ্চিত হইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো।