পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত গতির কারণে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন।
বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাওয়া টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।
আহতরা হলেন- মো. তুহিন ও আবু সাইদ। পরে দু’জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মাওয়া প্রান্তের পদ্মা উত্তর থানার এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে একটি সাদা রঙের দ্রুতগতির প্রাইভেটকার টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে থানার কাছে রাখা হয়। পরে গাড়ির মালিক এটি বুঝে নেন।