রংপুরে রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিটি করপোরেশন এলাকায় সরেয়ারতলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তিনি হলেন অটোচালক রাজা মিয়া। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী এলাকায়। এ ছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, এক রোগীর চিকিৎসার জন্য দেবীচৌধুরানী এলাকা থেকে একটি অটোরিকশায় আটজন রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ওই অটোরিকশায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।