পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
কয়েক দিন আগেই ধর্ষণের মামলা থেকে মুক্তি পেয়েছেন পর্তুগিজ তারকা। তাকে ক্লিনচিট দিয়েছেন মার্কিন আইনজীবী। লাস ভেগাসের কোর্টে রোনালদোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা ভুল প্রমাণিত হয়েছে। তাই এবার মানহানির অভিযোগে পাল্টা মামলা ম্যান ইউ তারকার। অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার পর প্রায় ছয় কোটি টাকার (৬,২৬,০০০ ডলার, বাংলাদেশী মুদ্রায় ৫,৮৫,০২,৭১১ টাকা) অঙ্কের ক্ষতিপূরণের দাবি করলেন রোনালদো। চিঠি পাঠানো হয়েছে অভিযুক্তের আইনজীবীকে।
রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন ইতিমধ্যেই সেই নারীর আইনজীবীকে আদালতের চিঠি পাঠিয়েছেন। সেটার কোনো উত্তর এখনো আসেনি। ৮ জুলাইয়ের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে।
একজন নারী রোনালদোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। দাবি করেন, ১৩ বছর আগে ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলের ঘরে তাকে ধর্ষণ করেছিলেন সিআরসেভেন। কয়েক দিন আগেই সেই অভিযোগ খারিজ করে দেয়া হয়। ৪২ পাতার রায় বেরিয়েছিল। সেখানে অভিযোগকারী মহিলার আইনজীবীর তীব্র সমালোচনা করা হয়। উল্টা আদালত দাবি করে, ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করেছে তারা। এবার সেই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন রোনালদো। সাথে বিশাল ক্ষতিপূরণের দাবি।